নগরীর গুরুত্বপূর্ণ স্থাপনার মুখে বসানো হবে করোনা প্রতিরোধক বুথ : মেয়র

| শুক্রবার , ২১ মে, ২০২১ at ৬:৪৩ পূর্বাহ্ণ

চসিক প্রধান কার্যালয়ের প্রবেশ মুখে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করেছেন মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী। গতকাল উদ্বোধন কালে মেয়র বলেন, করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় জনসাধারণকে সচেতন ও সুরক্ষিত রাখার লক্ষ্যে নগরীর ৪১টি ওয়ার্ডের জনগুরুত্বপূর্ণ স্থান রেল স্টেশন, বাস স্টেশন, শপিং মল ও ওয়ার্ড কার্যালয়ের সামনে এরকম বুথ স্থাপন করে বিনামূল্যে সেবা দেয়া হবে।
এসময় প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দিন, কাউন্সিলর অধ্যাপক ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, আবুল হাসনাত বেলাল, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর তসলিমা নূরজাহান রুবি, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, সাবেক ছাত্র নেতা শিবু প্রসাদ চৌধুরী ও এস. এম কুতুব উদ্দীন উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর প্রতিকৃতিতে চমেবির ভিসির শ্রদ্ধাঞ্জলি
পরবর্তী নিবন্ধপটিয়া বাইপাসে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত