বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চট্টগ্রামে বাংলাদেশ ব্যাংকের নানা আয়োজন

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ২:১০ অপরাহ্ণ

‘আজকের শিশুরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করলেই আগামীতে দেশ গড়ার অনুপ্রেরণা পাবে। যারা বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসবে, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করবে তাদের মাঝেই বঙ্গবন্ধু বেঁচে থাকবেন চিরকাল।’

আজ বৃহস্পতিবার ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার’- প্রতিপাদ্যকে সামনে রেখে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম উপরোক্ত কথা বলেন।

সকাল নয়টায় অফিস প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন ও কেক কেটে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রশাসনের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপপরিচালক মো. জোবাইর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক আরিফ হোসেন খান ও মো. মুজিবুল হক । এতে অফিসের সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধনাপা সিরাপ খেয়ে নয়, পরকীয়ার জেরে দুই শিশুকে ‘পরিকল্পিত হত্যা’
পরবর্তী নিবন্ধ‘পলাতক’ আসামিদের নিয়ে কেক কেটে প্রত্যাহার হলেন চকরিয়া থানার ওসি