বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে কাজ করুন: চবি উপাচার্য

সাংবাদিকদের দুইদিনব্যাপী কর্মশালা সম্পন্ন

| সোমবার , ২১ ডিসেম্বর, ২০২০ at ১১:১৪ পূর্বাহ্ণ

চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, সাংবাদিকরা সমাজের সবচেয়ে আলোকিত মানুষ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নে সাংবাদিকদের কাজ করতে হবে। গতকাল রোববার নগরীর একটি হোটেলে আয়োজিত ‘ডিজিটাল অ্যান্ড ফিজিক্যাল সেইফটি অফ জার্নালিস্ট’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রফেসর শিরীণ আখতার আরও বলেন, সাংবাদিকরাই বিশ্বের কাছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে। তাই তাদেরকে আলোর পথে চলতে হবে। অন্ধকার পথে পা বাড়ানো যাবে না। দেশের কথা চিন্তা করে সংবাদ পরিবেশন করতে হবে। একটি সংবাদ পুরো পরিস্থিতি পাল্টে দিতে পারে। সংবাদের কারণে বিক্ষোভ বাড়তে পারে। সংবাদের কারণেই তা প্রশমন হতে পারে। তাই সংবাদ তৈরি করার আগে সব তথ্য সঠিকভাবে যাচাই করে নিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নিউজ নেটওয়ার্কের এডিটর এবং সিইও শহীদুজ্জামান, ইন্টারনিউজের কান্ট্রি ডিরেক্টর মাইনুদ্দিন আহমেদ, সাংবাদিক ওসমান গণি মনসুর। এসময় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশের ডেপুটি এডিটর জিয়াউল হক, ইন্টারনিউজের প্রোগ্রাম ম্যানেজার শামীম আরা শিউলি এবং নিউজ নেটওয়ার্কের প্রোগ্রাম ম্যানেজার জিয়াউর রহমান। ইন্টারনিউজ এবং নিউজ নেটওয়ার্কের আয়োজনে দুই দিনব্যাপী এই কর্মশালায় চট্টগ্রামের ২২ জন গণমাধ্যমকর্মী অংশ নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়েল পার্ক রেসিডেন্সে রিও ক্যাফে ও টুইংগেল আইসক্রিম শপ উদ্বোধন
পরবর্তী নিবন্ধসেলিম আহমেদ পুনরায় বিপিএমএর সভাপতি নির্বাচিত