বঙ্গবন্ধুর আদর্শেই আমরা দেশকে এগিয়ে নেব : পেয়ারুল ইসলাম

| বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৯:১৬ পূর্বাহ্ণ

মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চট্টগ্রাম শিশু একাডেমিতে গত ১৫ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীরা যে বিষয়েই অধ্যয়ন করুক না কেন তাদের জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনাদর্শ, জাতির গৌরবগাঁথা ইতিহাস সম্পর্কে জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ আছে। সেই আদর্শ নিয়েই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশ মুক্তযোদ্ধা সংসদ জেলা ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম সরোয়ার কামালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, মো. আব্দুল মান্নান, মোছলেহ উদ্দিন, রাইসুল ইসলাম চৌধুরী এমিল, আলাউদ্দিন, রিয়াজুর রহমান চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাঝি-যাত্রীদের জন্য লাইফ জ্যাকেট দিল বোয়ালখালী পৌরসভা
পরবর্তী নিবন্ধশুলকবহরে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ