বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এগিয়ে যাওয়া আহ্বান

| মঙ্গলবার , ১৬ আগস্ট, ২০২২ at ১০:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল : চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল (সিআইএমসিএইচ) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ হাসপাতাল ও সিআইএমসিএইচ নার্সিং কলেজের উদ্যেগে যথাযথ মর্যাদায় ৪৭তম জাতীয় শোকদিবস পালিত হয়। শুরুতেই তিন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ ও পরিচালকের নেতৃত্বে ক্যাম্পাসে অবস্থিত স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে তিন কলেজ ও হাসপাতালের উদ্যোগে কলেজ অডিটোরিয়ামে শোক দিবসের আলোচনা সভা ও ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত হামদ-নাত, কবিতা ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআইএমসিএইচ এর পরিচালক অধ্যাপক মো. আমির হোসেন। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. শাহিকুল জাব্বার, ডা. নাজমুল হুদা রিপন, রুবি দত্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মেহরুন্নেসা খানম।

বাঁশখালী আ’লীগ: বাঁশখালীতে যথাযোগ্য মর্যাদায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। গতকাল বিকালে কালীপুর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে পবিত্র খতমে কোরআন, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর। আওয়ামী লীগ নেতা শাহদাৎ ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মো. গালিব সাদলী, শ্যামল দাশ, আব্দুর রাজ্জাক, রহমত উল্লাহ চৌধুরী, মাস্টার রহমত উল্লাহ, মোরশেদুল আলম, মো. ইলিয়াছ, শাহদাত রশিদ চৌধুরী, মোজাম্মেল হক সিকদার, নুরুল আবছার চৌধুরী, তবারক হোসেন নেয়ামু, ফিরোজ আহমদ, আমান উল্লাহ চৌধুরী, আকবর আহমদ সিকদার, জাফরুল ইসলাম, আবুল হোছাইন ভুট্টো, সেলিম উদ্দিন, নুর হোসেন, প্রকাশ দাশ, বেদার উদ্দিন তালুকদার, মুজিবুর রহমান তালুকদার, নুরুল আক্তার তালুকদার, বোরহান উদ্দিন, জসিম উদ্দিন খোকন, মনজুরুল আলম, মো. নোমান, মনছুরুল আলম, মো. হানিফ, ইলিয়াছ হোসেন, জহির উদ্দিন মো. বাবর, বেলাল হোসেন, শওকত হোসেন পিটু, ডা. রমিজ, মোরশেদুল আলম, খালেকুজ্জামান, জোবায়ের আলম, মঈনুদ্দীন মামুন প্রমুখ।

নগর স্বেচ্ছাসেবক লীগ : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নগরীর শিল্পকলা একাডেমির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং গরীবুল্লাহ শাহ মাজার প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ। উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হেলাল উদ্দিন, আবুল হাসনাত মো. বেলাল, অ্যাডভোকেট তসলিম উদ্দিন, সুজিত দাশ, দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি, নাজমুল হুদা শিপন, আজিজ মিছির, আজাদ খান অভি, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম, মো. সাইফুদ্দীন, আবদুল্লাহ আল মামুন, সরফরাজ নেওয়াজ চৌধুরী রবিন, মো. মাসুদ খান, মো. সালাউদ্দিন, দেবাশীষ আর্চার্য্য প্রমুখ।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স : জাতীয় শোক দিবসে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। শোক র‌্যালির মাধ্যমে দিবসের কর্মকান্ড শুরু করেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী। পরে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সেমিনার হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকান্ড ও স্বাধীনতা যুদ্ধে তাঁর অসামান্য অবদান ও যুদ্ধ পরবর্তী সময়ে দেশ গঠনের ভূমিকা নিয়ে আলোকপাত করেন সাবেক মহিলা সাংসদ সাহিবা নাহার বেগম। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা তার বক্তব্যে বলেন আমরা অত্যন্ত অকৃতজ্ঞ জাতি। যার ডাকে এবং নেতৃত্বে মাত্র নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলাম, চার বছরের মাথায় আমরা তাকে নৃশংসভাবে হত্যা করেছি। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যে ক্ষতি আমাদের হয়েছে, তা কখনোই শোধ হবার নয়।

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন : জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২-নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের শ্রদ্ধা নিবেদন কর্মসূচীর নেতৃত্ব প্রদান করেন। বিএইচবিএফসি’র উপব্যবস্থাপনা পরিচালক অরুন কুমার চৌধুরী, সকল মহাব্যবস্থাপক এবং উপমহাব্যবস্থাপকবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী এসময় উপস্থিত ছিলেন।

বোয়ালখালী পৌরসভা : বোয়ালখালী পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার শোকসভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদ এমপি। পৌর মেয়র মো. জহুরুল ইসলাম জহুরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মামুন, ভাইস- চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, মহিলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ তারেকুল ইসলাম, রেবেকা সুলতানা, মো. আরিফ উদ্দিন জুয়েল, মো. সিরাজুল হক, সুনীল চন্দ্র ঘোষ, মো. ইসমাইল হোসেন আবু, হাজী নাছের আলী, মো. মাহমুদুল হক, মোহাম্মদ পারভেজ, জাহাঙ্গীর আলম, জোবাঈদা বেগম, শাহনাজ পারভীন, পৌর সচিব মো. মোশাররফ হোসেন, সহকারী প্রকৌশলী মৃনাল কান্তি ধর, মো. কামরুজ্জামান, হিসাব রক্ষক মো. মজিবুর রহমান প্রমুখ। শেষে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইলিয়াছ সিকদার।

৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ : শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগের কতৃক আয়োজিত দোয়া -মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ নেতা মাসুদ ও সঞ্চালনা করেন ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড ছাত্রলীগ নেতা আব্দুল করিম রুবেল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৫ নং বক্সিরহাট ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি মো. সালাউদ্দিন, সরকারি সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, মোহাম্মদ হাবিব, নাঈম রনি, রাকিবুল হাসান রাকিব, মোহাম্মদ জুনায়েদ, মোহাম্মদ ফারুক, গিয়াস উদ্দিন রনি, লক্ষণ দাশ, আখতারুজ্জামান রানা প্রমুখ।

৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগ : জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দক্ষিণ পতেঙ্গা ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সোমবার সকালে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকালে ৪১নং দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীর নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সভাপতি বীর মুক্তযোদ্ধা নুরুল আলম টেন্ডল, পতেঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম আহব্বায়ক এ এস এম ইসলাম, সহ-সভাপতি নরুল ইসলাম, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, সহ-সভাপতি আবুল হোসেন, সহ-সভাপতি ওয়াহিদুল আলম মাস্টার, আলী সওদাগর, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর আলম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, কাদের মেম্বার, দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন, আইন সম্পাদক এ্যাডভোকেট জহির উদ্দিন, ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, সৈয়দ হোসেন, কামরুল ইসলাম রাশেদ, তরুণ আওয়ামী লীগ নেতা ওয়াহিদুল আলম চৌধুরী, মহানগর যুবলীগ নেতা শাকিল হারুন, যুবলীগের সভাপতি মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন রাজু, সহ-সভাপতি লোকমান, ফোরকান, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি লোকমান হাকিম, যুবলীগ নেতা হারুন মেম্বার, জাসেদ, বেলাল, ইয়াছিন, কামরুল হাসান, সোহেল, ওমর ফারুক, এ্যাডভোকেট ফোরকান চৌধুরী, পারভেজ, কৃষকলীগের সভাপতি মুক্তার, সাধারণ সম্পাদক আলী আকবর, আলী আরেফিন, হাসান হাবিব সেতু, মিজান, আরমান, রবিন, জাবেদ, অপু, ইফতি, তামিম, আতিক প্রমুখ।

চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর : জাতীয় শোক দিবস উপলক্ষে চান্দগাঁও ওয়ার্ড কাউন্সিলর তরুণ আওয়ামী লীগ নেতা মো. এসরারুল হক এসরালের উদ্যোগে চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিকলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে বাদ আছর বাস টার্মিনাল সংলগ্ন আবদুল লতিফ জামে মসজিদে এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন চান্দগাঁও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নুরুল হুদা লালু, আ.লীগ নেতা হাজী মোজাহেরুল হক চৌধুরী, মঈনউদ্দীন আলম, আলী আকবর, ফৌজুল আজিম, সরওয়ার খান, সিরাজ সওদাগর, শহীদুল আজম আহাদ, নুর মোহাম্মদ খোকন, মুন্সি মিয়া, মহানগর যুবলীগের মেজবাহ উদ্দিন খালেদ মাইনু, মাহফুজুর রহমান মানিক, রোকনুজ্জামান রোকন, নাজমুল আলম খান, ওয়াসিম চৌধুরী, মো. নেজাম, মহানগর স্বেচ্ছাসেবক লীগের শওকত আকবর রাশেদ, জামালউদ্দীন, আব্দুর বাহাদুর, হাসান মুরাদ চৌধুরী জাবেদ, মো. হুমায়ূন করিম চৌধুরী হেলাল, সুমন, শেখ খোকন, শাহজাহান মুরাদ, দিদারুল আলম, আলমগীর হোসেন, শাহজাহান চৌধুরী, এস. এম মাসুদ, মোরশেদ সওদাগর, এডভোকেট মনিরুল ইসলাম সৌরভ, যোনাইদ সুমন, মো. রাশেদ প্রমুখ।

ডা. ফজলুল-হাজেরা কলেজ : ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতীয় শোক দিবস পালন কমিটির আহবায়ক এবং ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান মি. মনোজ কুমার দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় পাসর্পোট ও ভিসা অফিস চট্টগ্রামের পরিচালক মো. আবু সাইদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএমএ চট্টগ্রামের সাবেক কোষাধ্যক্ষ এবং ডা. ফজলুল-হাজেরা ডিগ্রী কলেজ গভর্ণিং বডির সভাপতি ডাঃ আরিফুল আমীন। বিশেষ অতিথি ছিলেন গভর্ণিং বডির সদস্য মুজিবুল আলম চৌধুরী, নাসির, রফিক, কান্ত লাল দাশ, শামসুল আলম, বদিউল আলম প্রমুখ। বক্তব্য রাখেন, স্বপন কুমার নাথ, আমির হোসেন, প্রদর্শন দেব নাথ। কবিতা আবৃত্তি করেন একাদশ শ্রেণির ছাত্র আবু সাঈদ, জান্নাতুল ফেরদৌস ও ইসরাত জাহান লাইজু।

মোটর চালক লীগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল মোটর চালক লীগ উত্তর জেলার উদ্যোগে গতকাল সলিম জঙ্গলপুর চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের সভাপতি গাজী মোঃ সাদেকুর রহমানের সভাপতিত্বে হযরত মোহাম্মদ ওমর ফারুক (রাঃ) কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা বেলাল হোসেনের পরিচালনায় অনুষ্টিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক গোলাম গফুর, বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ, স্বপন মাস্টার, মুকুল শেখ, ইস্রাফিল মিয়া, শারমিন সুলতানা মিনু, রোজি, মোহাম্মদ ইউসুফ ফকির, আবদুল গণি সওদাগর, জাহাঙ্গীর প্রমুখ।

ডা. শাহিন, মো. আমিন, রাসেল, রুবেল, মো. মুস্তাফা, নুরুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমশিউর রহমান দিদাররের নেতৃত্বে মিলাদ মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরন
পরবর্তী নিবন্ধআহলে সুন্নাতের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ