২০২২ সালের ভাষার মাসের বিদায় দেয়া হলো শিক্ষার্থী সমাবেশ ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণের মধ্য দিয়ে। বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সৃজনশীল কর্মসূচির অংশ হিসেবে ২৮ ফেব্রুয়ারি নগরীর একটি কমিউনিটি সেন্টারে ভাষার মাসের শেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাজী মো. সাহাবউদ্দিন আহমদ। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক কলামিস্ট মো. আবদুর রহিম ‘ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু জয় বাংলা ও শিক্ষাঙ্গনে শহীদ মিনার’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগে সহ-সভাপতি নঈমউদ্দিন আহমদ চৌধুরী প্রধান অতিথি ছিলেন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাচ্য ভাষা বিভাগের সাবেক সভাপতি প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু। আলোচনা করেন সংগঠনের কার্যকরী সভাপতি মোহাম্মদ জহির, সিনিয়র সহ-সভাপতি এ কে জাহেদ চৌধুরী, কিরন শর্মা, ডা. মো. জামাল উদ্দিন, মীর আবদুর রহমান মামুন, শহীদুল ইসলাম সুমন, কামাল হোসেন, ফরহাদুল ইসলাম, তানভির প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।