কক্সবাজার শহরে বন্ধুর বাসা থেকে বগুড়ার শিশু ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার সকালে শহরের রুমালিয়ার ছড়ায় অভিযান চালিয়ে আসামি শামীম হোসেনকে (৩৫) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শামীম বগুড়ার সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে। র্যাব–১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৭ ফেব্রুয়ারি সারিয়াকান্দি পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের স্থানীয় প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী বাড়ির পাশের যমুনা নদীতে গোসলে নামলে তাকে ফুসলিয়ে পাশের ভূট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে শামীম হোসেন।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত সোমবার সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
‘ঘটনার পর থেকে শামীম হোসেন গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। পরে র্যাবের গোয়েন্দা তথ্যে শামীম হোসেনের অবস্থান নিশ্চিত হয়ে র্যাব–১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে বগুড়ার সারিয়াকান্দি থানায় পাঠানো হচ্ছে বলে জানান তিনি।