নগরীর আতুরার ডিপো এলাকায় বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা সড়কে বিক্ষোভ করেছেন। গতকাল সোমবার দুপুরে মুরাদপুর–অক্সিজেন সড়কের আতুরার ডিপো এলাকায় ইত্যাদি জিন্স লিমিটেড নামে কারখানার সামনের সড়ক অবরোধ করেন শ্রমিকেরা। আন্দোলনরত শ্রমিকরা দুপুর সোয়া ১২টার দিকে বকেয়া বেতনের দাবিতে কারখানা থেকে বেরিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন।
কয়েকজন বিক্ষুব্ধ শ্রমিক জানান, গত তিন মাস ধরে তাদের বেতন বন্ধ রয়েছে। তাদের বকেয়া বেতন পরিশোধে কারখানার মালিক বারবার আশ্বাস দিলেও নভেম্বরের শেষের দিকেও তাদেরকে বেতন দেয়া হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করতে হচ্ছে তাদের।
অন্দোলনরত শ্রমিকরা বলেন, আমরা চাকরি করে সংসার চালায়। আমাদের তিনমাসের বেতন বকেয়া। আমরা কীভাবে চলি? সীমাহীন কষ্টে সংসার চালাচ্ছি।
বায়েজিদ থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের বুঝানো হয়েছে। আশ্বাস পাওয়ার পর শ্রমিকেরা অবরোধ তুলে নিয়ে কাজে ফিরে গেছে।











