বকেয়া বাসা ভাড়া চাইতে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত বাসার মালিক

খুলশী ঝাউতলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৪:৪৪ পূর্বাহ্ণ

নগরীর খুলশী থানাধীন ঝাউতলা কমিশনার গলি এলাকায় বকেয়া বাসা ভাড়া চাইতে গিয়ে হামলার শিকার হয়েছেন পারুল আক্তার নামে এক বাসার মালিক ও তার স্বামীসন্তান। গত গত ২০ জানুয়ারি খুলশী থানাধীন উত্তর ঝাউতলা কমিশনার গলি রেলওয়ে কোয়ার্টারের সামনে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় খুলশী থানায় পারুল আক্তার বাদী হয়ে গতকাল ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। আসামীরা হলেনমো. আবদুল মান্নান, রুবি বেগম, শাকিলা ও বিউটি আক্তার। এই ব্যাপারে মামলার বাদী পারুল আক্তারের ছেলে রেলের স্টাফ মো. নাসির উদ্দিন আজাদীকে বলেন, মামলার দুই নম্বর আসামি রুবি বেগমের ভাই মো. তারেক ৮/৯ মাসের মতো আমাদের বাসায় ভাড়া ছিলেন। ৫ মাসের বকেয়া বাসা ভাড়া পরিশোধ না করে তারেক চলে যেতে চাইলে আমার আম্মা বকেয়া ভাড়া দাবি করেন। এসময় তারেকের বোন (মামলার ২ নম্বর আসামি) রুবি বেগম বকেয়া ভাড়া পরিশোধ করবেন বলে আশ্বস্ত করেন। পরবর্তীতে ২/৩ মাসের বকেয়া ভাড়া পরিশোধ করেন। গত ২০ জানুয়ারি অবশিষ্ট বকেয়া ভাড়া দাবি করলে রুবি বেগম ক্ষিপ্ত হয়ে গালাগালি করতে থাকেন। এসময় আমার আম্মা প্রতিবাদ করলে রুবি বেগম ও তার ছেলেমেয়ে সহ সবাই এসে হামলা চালায়। এসময় আমার আম্মাকে আমরা রক্ষা করতে গেলে তার আব্বা ও আমার উপরও তারা হামলা করে। এতে আমার আম্মার মাথা ফেটে যায়। আমার আম্মাকে আমরা চমেক হাসপাতালে নিয়ে চিকিৎসা করাতে করতে দেরী হওয়ায় ঘটনার দিন রাতে উল্টো তারাই আমাদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দায়ের করেন। প্রকৃত হামলাকারীদের গ্রেফতারের জন্য গত রবিবার রাতে আমরা খুলশী থানায় মামলা করেছি।

পূর্ববর্তী নিবন্ধপিএবিএক্স ‘ডেড’ সাড়ে তিন বছর
পরবর্তী নিবন্ধযুদ্ধাপরাধীর নামে স্কুল থাকবে না