বকেয়া ও বেতন-ভাতা পরিশোধের দাবি

রেলওয়ে শ্রমিক লীগের বিক্ষোভ মিছিল

| সোমবার , ৮ নভেম্বর, ২০২১ at ৯:২৪ পূর্বাহ্ণ

বকেয়া ও বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল রবিবার সিআরবি চত্বরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লোকমান হোসেন। তিনি বলেন, রেলওয়ের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের বকেয়া টি/এ, ডি/এ পরিশোধ করে বেতন বোনাস পেনশনখাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ করতে রেল মন্ত্রাণালয় ও অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস নয় বরং দাবির বাস্তবায়ন চাই। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অরুন কুমার দাশ, সহ-সভাপতি শহিদুল ইসলাম শহিদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক গোকুল চক্রবর্তী, খোন্দকার মো. সাইফুল ইসলাম মামুন, সাইমুম হোসেন ভোর, সাজ্জাদ হোসেন, আবু সুফিয়ান, শামীম শাহরিয়ার পাপ্প, লুৎফা বেগম, জাকির হাসান, রকিবুল আলম সজ্জী, শফিকুল ইসলাম শফিকসহ অন্যান্য নেতৃবৃন্দ। বিক্ষোভ মিছিলটি সিআরবির বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে জেনারেল ম্যানেজারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসফল সমবায়ীর সম্মাননা পেলেন জেলা নাজির জামাল উদ্দিন
পরবর্তী নিবন্ধদেশে বহু দলীয় গণতন্ত্রের সূচনা করেন জিয়াউর রহমান