গত ঈদের ৩য় দিন ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত ইমরান শো বকুলে চন্দনের, গানের বন্ধনে অনুষ্ঠানটি প্রথমবারের মত উপস্থাপনা করেছিলেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। অনুষ্ঠানে কবির বকুলের লেখা ও চট্টগ্রামের শিল্পী চন্দন সিনহার গাওয়া সাতটি গান এ প্রজন্মের ১০ জন শিল্পী গেয়েছেন। উপস্থাপনার পাশাপাশি ইমরান নিজেও চন্দন সিনহার গাওয়া একটি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন গীতিকবি কবির বকুল ও শিল্পী চন্দন সিনহা। সাতটি গানে কণ্ঠ দিয়েছেন রাজিব, অয়ন চাকলাদার, কিশোর, সাব্বির, খেয়া, সিঁথি সাহা, আতিয়া আনিসা, মাহতিম সাকিব, মুহিন, কনা ও ইমরান মাহমুদুল। অনুষ্ঠানটির প্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন কবির বকুল।