বইমেলায় আসছে শিরোনামহীনের নতুন অ্যালবাম

| শুক্রবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৩ at ১০:০৩ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনএর ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী নেওয়া পরিকল্পনার শেষ চমক সামনে আসছে। জানা গেছে, ব্যান্ডটি তাদের সপ্তম অ্যালবাম ‘দ্য অনলি হেডলাইনার’ প্রকাশ করতে যাচ্ছে। অমর একুশে বইমেলায় প্রকাশ হতে যাচ্ছে অ্যালবামটি। বিষয়টি দলটির প্রধান জিয়াউর রহমান নিশ্চিত করেন। তিনি জানান, ১৫ ফেব্রুয়ারি ৪৩৪৬ নম্বর স্টলে শিখা প্রকাশনী থেকে প্রকাশ হবে অ্যালবামটি। ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘দ্য অনলি হেডলাইনার’ শিরোনামে কনসার্ট করে শিরোনামহীন। খবর বাংলানিউজের।

সেখানে ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করে ভারতের মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা। এতে মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা ও শিরোনামহীনের সমন্বয়ে গান পরিবেশন করা হয়।

অর্কেস্ট্রার সঙ্গে কোনো ব্যান্ড দলের পরিবেশনা দেশের ব্যান্ড মিউজিকের ইতিহাসে এটাই প্রথম। কনসার্টে শিরোনামহীনের পাশাপাশি দেশের অন্যান্য ব্যান্ডের সদস্যরাও এতে অংশ নিয়েছেন। সেই কনসার্টটির মতোই চমক নিয়ে আসতে চলেছে শিরোনামহীনের অ্যালবামটি। কনসার্টে লাইভ পারফরম্যান্সের ২০টি গানসহ সর্বমোট ২২টি কনটেন্ট নিয়ে তৈরি হয়েছে অ্যালবাম।

পূর্ববর্তী নিবন্ধসোনার চামচে করে ছেলের মুখে ভাত দেবেন রাজ-পরী
পরবর্তী নিবন্ধভয়ঙ্কর পুতুল ‘মেগান’ আসছে বাংলাদেশে!