ফ্লোরিডায় বন্দুক হামলায় নিহত ২, আহত ২০

ক্যালিফোর্নিয়ায় হামলাকারীর ছিল ২২,০০০ রাউন্ড গোলাবারুদ

| সোমবার , ৩১ মে, ২০২১ at ১১:১৪ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি কনসার্ট হলের বাইরে বন্দুকধারীর হামলায় অন্তত দুইজন নিহত এবং ২০ জনের বেশি মানুষ আহত হয়েছে। বিবিসি জানায়, মিয়ামির উত্তরের হায়েলিয়াহ নগরীতে স্থানীয় সময় গতকাল রোববার প্রথম প্রহরের দিকে (২৪:০০ থেকে ০১:০০) (জিএমটি ০৪:০০-০৫:০০) গোলাগুলির ওই ঘটনা ঘটে। পুলিশের পরিচালক আলফ্রেডো রামিরেজ সাংবাদিকদের জানান, একটি সাদা গাড়ি থেকে হঠাৎ তিন ব্যক্তি রাইফেল ও হাতবন্দুক নিয়ে বেরিয়ে এসে ভিড় লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করেন। আহত অন্তত এক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। এক টুইটে পুলিশের পরিচালক রামিরেজ আরও বলেন, ঠাণ্ডা মাথার ওই ঘাতকরা ভিড় লক্ষ্য করে নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা এর বিচার চাই। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, আহত ২০ থেকে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর বিডিনিউজের। গুলি চালানোর পর সন্দেহভাজন তিন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তাদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রামিরেজ বলেন, বন্দুক হাতে এ ধরনের নৃশংসতা থামাতেই হবে। প্রতি সপ্তাহান্তেই একই ধরনের ঘটনা ঘটছে। এটা পরিকল্পনা করে করা হচ্ছে। নিশ্চিতভাবেই এটা হঠাৎ হচ্ছে না।
ক্যালিফোর্নিয়ায় হামলাকারীর ছিল ২২,০০০ রাউন্ড গোলাবারুদ: এদিকে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার সান হোসের রেল ইয়ার্ডে কয়েকদিন আগেই গুলি চালিয়ে নয়জনকে হত্যা করা সেই বন্দুকধারীর বাড়ি থেকে ২২ হাজার রাউন্ড গোলাবারুদ, ১২টি আগ্নেয়াস্ত্র এবং ২০ ক্যানের বেশি পেট্রোল উদ্ধার করেছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে বোমায় বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিক্ষোভে উত্তাল ব্রাজিল