ফ্লাইওভার থেকে পড়ে যুবকের মৃত্যু

আজাদী প্রতিবেদন | শনিবার , ১১ সেপ্টেম্বর, ২০২১ at ৫:০৯ পূর্বাহ্ণ

নগরীর দুই নম্বর গেটের আক্তারুজ্জামান ফ্লাইওভার থেকে পড়ে আলী আকবর (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বাকলিয়ার বলিরহাট এলাকার মৃত সিদ্দিক আহমদের ছেলে। ধারণা করা হচ্ছে- তিনি লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন। এক সময় মাইক্রোবাস (হাইস) চালাতেন। তবে দীর্ঘদিন ধরে বেকার জীবনযাপন করছিলেন। গতকাল শুক্রবার দুপুর ১ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক তাকে সেখান থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল উদ্দিন আজাদীকে বলেন, আলী আকবর ফ্লাইওভারের উপর থেকে নিচে থাকা এক পথচারীর উপর পড়েন। কয়েকজন তাকে পড়তে দেখেছেন। তার ভাই কামাল বলছে, আলী আকবর মাদকাসক্ত ছিলেন। পুলিশ কর্মকর্তা বলেন, মৃত ঘোষণার পর ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা তদন্তে অন্য কিছু থাকলে তা বের হয়ে আসবে। সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধসবাই কাউন্সিলর হতে চান
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে অনুপস্থিত ২৫ শতাংশ পরীক্ষার্থী