ফ্লাইওভারগুলো চালুর পর থেকে সঠিক রক্ষণাবেক্ষণ না থাকায় প্রতিনিয়ত ঘটছে একের পর এক দুর্ঘটনা। ঘটছে প্রাণহানি রোজ কেড়ে নিচ্ছে কারও না কারও প্রাণ। এ ব্যাপারে প্রতিটা ফ্লাইওভার এ ডিভাইডার দেয়া অত্যন্ত জরুরি। তা না হলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাবে। একটি আধুনিক ও নিরাপদ ফ্লাইওভারের জন্য দক্ষ ট্রাফিক ব্যবস্থাপনা, ট্রাফিক আইন বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং ট্রাফিক আইন অমান্যকারীদের যথাযথ আইনের আওতায় আনা জরুরি।
নজরুল ইসলাম অপু, বহদ্দার বাড়ী, বহদ্দারহাট, চট্টগ্রাম।