ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

আজাদী অনলাইন | শনিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২১ at ৮:২৬ অপরাহ্ণ

নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তার নাম জনি আক্তার (৩৭) বলে জানা গেছে। তিনি সিএসএস নামের একটি এনজিওর কর্মী, স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন নগরীর কালামিয়া বাজার এলাকায়। তিনি ঝিনাইদহের হোসেন বিশ্বাসের ছেলে।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে ফ্লাইওভারের জিইসি মোড় সংলগ্ন অংশে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। বিডিনিউজ

চকবাজার থানার এসআই রাজীব পাল জানান, আখতারুজ্জামান ফ্লাইওভার দিয়ে ফিরিঙ্গিবাজারের অফিসে যাচ্ছিলেন জনি। ঘটনাস্থলে একটি দ্রুতগামী ট্রাক জনিকে পেছন থেকে ধাক্কা দিলে তিনি ছিটকে আরেকটি চলন্ত বাসে ধাক্কা খান।

তিনি বলেন, “জনির মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয় এবং ঘটনাস্থলেই তার ‍মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।”

ট্রাক চালক ও সহকারীকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

নিহত জনি এক সন্তানের জনক এবং তার স্ত্রী সন্তানসম্ভবা বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধযুবককে পিটিয়ে হত্যা চেষ্টায় চান্দগাঁওতে ১১ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধশত কোটি টাকা আত্মসাৎ করে চট্টগ্রামের হায়দার ঢাকায় গ্রেপ্তার