নগরীর বন্দর থানাধীন সল্টগোলা ক্রসিং এলাকার একটি ফ্লাইওভারে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. তুহিন (২৬) নামের এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। সাইকেল চালিয়ে শ্রমিক তুহিন এ আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, আগ্রাবাদ শাখার রেফারিং ডিপুর কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনার শিকার হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই শীলাব্রত বড়ুয়া আজাদীকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, সল্টগোলা ক্রসিং এলাকার ফ্লাইওভার দিয়ে সাইকেল চালিয়ে কর্মস্থলে যাচ্ছিলেন তুহিন। এ সময় সে অজ্ঞাত গাড়ির সাথে ধাক্কায় গুরুতর আহত হন এবং সেখান থেকে ফ্লাইওভারের নিচে থাকা একটি ব্রিজের উপর পড়ে যান। সেখান থেকে শাকিব নামের নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট সিএনজি অটোরিকশা করে তাকে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মো. তুহিন বগুড়া জেলার বাসিন্দা। নগরীর নিমতলা এলাকায় বসবাস করেন উল্লেখ করে নৌবাহিনীর লেফটেন্যান্ট শাকিব আজাদীকে বলেন, আমি অফিস থেকে ফিরছিলাম। এ সময় মো. তুহিনকে ব্রিজের উপর পড়ে থাকতে দেখে তার কাছে যায় এবং তাকে সেখান থেকে অন্য একজনের সাহায্যে একটি সিএনজি অটোরিকশায় তুলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।












