ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকের সাথে কাভার্ডভ্যানের ধাক্কা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৫:২২ পূর্বাহ্ণ

নগরীর ২ নম্বর গেইটস্থ বেবি সুপার মার্কেটের সামনে ফ্লাইওভারের মুখে উচ্চতা প্রতিবন্ধকের সাথে ধাক্কায় দুটি কাভার্ডভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় একটি কাভার্ড ভ্যান দুমড়েমুচড়ে গেছে। গতকাল রাত পৌনে ১২টায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কাভার্ড ভ্যান আটকে যাওয়ায় ফ্লাইওভার এই অংশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয় প্রত্যাক্ষদর্শী দোকানদার সাইফুল ইসলাম বলেন, বেবি সুপার মার্কেটের সামনে ফ্লাইওভারের মুখে উচ্চতা প্রতিবন্ধকতা স্থাপন করা হয়েছে। যাতে ভারী ট্রাককাভার্ড ভ্যানকার্গো এবং লরী ফ্লাইওভারে উঠতে না পারে। কিন্তু রাতের আধাঁরে সহজে ফ্লাইওভার দিয়ে চলে যাওয়ার জন্য দুটি কাভার্ড ভ্যান দ্রুতগতিতে ফ্লাইওভারে উঠতে গিয়ে ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকতার সাথে জোরে ধাক্কা লাগে। এসময় একটি কাভার্ড ভ্যানের উপরের অংশ উল্টে দুমড়েমুচড়ে যায়। আর একটি কাভার্ড ভ্যানও ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়।

ফ্লাইওভারের উচ্চতা প্রতিবন্ধকতার সাথে জোরে ধাক্কায় বিকট শব্দে আশপাশের ব্যবসায়ীসহ লোকজন এসে জড়ো হয়ে যায়। এসময় দুটি কাভার্ড ভ্যান আটকে যাওয়ায় ফ্লাইওভার এই অংশ দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে ছাত্রলীগ নেতার ওপর হামলা
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে কত কারখানা