কর্ণফুলীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলার চরপাথরঘাটা ৩ নম্বর ওয়ার্ডের মনির গোষ্ঠীর বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা হলেন, মো. জসিম (৩৫), মো. হাসান (২২), আবুল কালাম (৪৫), আবদুর রহমান (৪০), আবদুল কাদের (৩৮) ও জিয়াউর রহমান (৩৭)।ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, মো. জসিমের টিনশেড বসতঘরের ব্যবহৃত ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পাশের আরও দুটি সেমিপাকা বসতঘরে। মুহূর্তের মধ্যে তিনটি ঘরই পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে মো. জসিমের ঘরে রাখা প্রায় আড়াই লাখ টাকা নগদ পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে। এই টাকা ২ দিন আগে তার শ্যালক বিদেশ থেকে পাঠিয়েছিলেন বলে জানান তিনি। এছাড়া স্বর্ণালংকারও আগুনে পুড়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এ বিষয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইদুজ্জামান বলেন,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আমরা প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতির তথ্য পেয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।












