ফ্রান্সের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ

ম্যাক্রোর মন্তব্যের নিন্দা

| রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ১০:৩৬ পূর্বাহ্ণ

ফ্রান্সের নিস শহরে গির্জায় ছুরি হামলার পর প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর কঠোর অবস্থানের প্রতিবাদে মধ্যপ্রাচ্য, এশিয়া এবং আফ্রিকাজুড়ে বিভিন্ন দেশে মুসলিমদের প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যর নিন্দা জানিয়ে এবং ফ্রান্সে মহানবীর (সাঃ) ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদেও দেশগুলোতে বিক্ষোভ করেছে মানুষ। খবর বিডিনিউজের।
এই ব্যাঙ্গচিত্র প্রদর্শন নিয়ে গত কয়েকদিন ধরে বহু দেশে মুসলিমদের রোষ বাড়তে থাকার মধ্যেই নিস শহরে গির্জায় হামলা হল। এ হামলার পর ফ্রান্স জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সন্ত্রাসের কাছে মাথা নত না করা এবং ফ্রান্সের স্বাধীনতার মূল্যবোধ বিসর্জন না দেওয়ার অঙ্গীকার করেছেন। ‘ব্যাঙ্গচিত্র প্রদর্শন বন্ধ করা হবে না’ বলেও এর আগে স্পষ্ট জানিয়েছিলেন তিনি। তার এই মন্তব্যের নিন্দা করেছে মুসলিমরা। তিনি ‘ইসলামবিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন’ বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেছে। ফ্রান্সে যে বিশৃঙ্খলা, সহিংসতা হচ্ছে তার জন্য ম্যাক্রোঁকেই দায়ী করে বিক্ষোভকারীরা বলেছে, এর কারণ তিনি ইসলাম এবং মুসলিম বিরোধী মন্তব্য করছেন। ভারত, লেবানন, সোমালিয়াসহ বিভিন্ন দেশ এবং মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বিক্ষোভ হয়েছে।
এই বিক্ষুব্ধ পরিস্থিতির মধ্যেই সর্বশেষ শুক্রবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী সতর্কবার্তা দিয়ে বলেছেন, ইসলামি আদর্শের বিরুদ্ধে যুদ্ধে থাকায় ফ্রান্সের মাটিতে আরও জঙ্গি হামলা হতে পারে। ভারতের মুসলিম-অধুষ্যিত মুম্বাইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বিরুদ্ধে অভিনব প্রতিবাদ হয়েছে। সেখানে ব্যস্ত রাস্তায় সেঁটে দেওয়া হয় ম্যাক্রোঁর ছবি-সম্বলিত পোস্টার। তার ওপর দিয়ে চলছে গাড়ির চাকা। ছবি মাড়িয়ে যাচ্ছেন পথচারীরা।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বে প্রথম ‘কোরআনিক ভিলেজ’ বানাচ্ছে মালয়েশিয়া
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে ফার্মেসি সিলগালা প্রতিবাদে মানববন্ধন