কর্ণফুলীতে ফার্মেসি সিলগালা প্রতিবাদে মানববন্ধন

পটিয়া প্রতিনিধি | রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ১০:৩৭ পূর্বাহ্ণ

কর্ণফুলীতে ‘ইভা মেডিসিন কর্নার’ নামক ফার্মেসি সিলগালা করে দেওয়ার প্রতিবাদে শাহ্‌ সুফি আজিজনগর ব্যবসায়ী কল্যাণ সমিতির ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার সকাল ১১টায় ব্যবসায়ীরা চরলক্ষ্যার খুইদ্দ্যারটেক বাজারে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বিভিন্ন দোকান- প্রতিষ্ঠানের মালিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, গত ২৯ অক্টোবর বিকেলে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের শাহসূফি আজিজনগরের খুইদ্দ্যারটেক এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে ‘ইভা মেডিসিন কর্নার’ নামক একটি ফার্মেসি সিলগালা করা হয়। অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন মানববন্ধনকারীরা। অপরদিকে, উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ইভা মেডিসিন কর্নারে জমির জাল দলিল তৈরি করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে ভুক্তভোগীদের এমন লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। পরে ওই প্রতিষ্ঠান থেকে বেশকিছু জমির দলিল সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়। প্রতিষ্ঠানটি সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্বে ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা সুলতানা ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।

পূর্ববর্তী নিবন্ধফ্রান্সের বিরুদ্ধে বিশ্বজুড়ে বিক্ষোভ
পরবর্তী নিবন্ধরাণী প্রভা নাথ