ফ্রান্সকে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

হেফাজতের বিক্ষোভ সমাবেশে বাবুনগরী

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ নভেম্বর, ২০২০ at ১১:১৭ পূর্বাহ্ণ

হেফাজত মহাসচিব ও হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, ফ্রান্স সরকার কর্তৃক মহানবীর (সা.) অবমাননা সহ্য করার মতো নয়। এ জন্য ফ্রান্সকে বিশ্ব মুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, সরকারীভাবে ফ্রান্সের সকল পণ্য আমদানি নিষিদ্ধ করুন। কুটনৈতিক সম্পর্ক বর্জন করুন। জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব এনে এর প্রতিবাদ জানান।
ফ্রান্সে হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত গত শুক্রবার বাদ জুমা আন্দরকিল্লাহ শাহী জামে মসজিদের বিক্ষোভ সমাবেশে আল্লামা জুনায়েদ বাবুনগরী উপরোক্ত মন্তব্য করেন। সমাবেশ শেষে একটি মিছিল চেরাগী পাহাড় হয়ে চটগ্রাম প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ফ্রান্সের দূতাবাস বাংলাদেশে থাকতে পারবে না। মহানগর হেফাজতের সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা আলী ওসমান, মাওলানা নাছির উদ্দিন মুনির, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি হারুন ইজহার, মাওলানা মীর ইদরিস, মাওলানা হাফেজ তৈয়ব, মাওলানা কারী ফজলুল করিম জিহাদী, মাওলানা জিয়াউল হোসাইন, মুফতি হাসান মুরাদাবাদী, মাওলানা জালালউদ্দিন, মাওলানা আনিসুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন রববানী, মাওলানা ইকবাল খলিল, মাওলানা সায়েম উল্লাহ, মাওলানা কামরুল ইসলাম কাসেমী প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, মাওলানা হাফেজ ফায়সাল ও মাওলানা কুতুবুদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধমহানবীকে (দ.) নিয়ে কটূক্তি চুয়েট শিক্ষার্থী বহিষ্কার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৩২ জন