বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নুরী বলছেন, রাসুল (সা.) এর আগমনে পৃথিবী ধন্য, তাঁর অনুসারীরা সমাজে বরণ্য। রাসুলে করীম (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের মতো যে ধৃষ্টতা ফ্রান্স সরকার দেখিয়েছে তার তীব্র প্রতিবাদ আমাদের করতে হবে। মুসলিম জাতির নিকট ক্ষমা না চাওয়া পর্যন্ত প্রতিবাদের ঝড় তুলতে হবে। ফ্রান্সের পণ্য বয়কটের মাধ্যমে মুসলিমদের ঈমানি শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে হবে। গতকাল বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদ বেরুলিয়া শাখার আয়োজনে বায়তুর রহমান জামে মসজিদে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নাজির পাড়া বায়তুর রহমান জামে মসজিদের খতীব মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশীদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আবু ছালেহ, কারী মাওলানা বেলাল উদ্দীন ও আবদুল মান্নান সওদাগর। এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ সফিকুল ইসলাম, কাজী মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ, মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন, মাওলানা মুহাম্মদ সাইফুল কাদের, সামশুল আলম সওদাগর, সাদাত উল্লাহ চৌধুরী, অ্যাড. মিয়া আবদুর রহিম প্রমুখ।
আকবরশাহ এলাকায় মাননবন্ধন : ফ্রান্সে বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আকবরশাহ এলাকার মূল সড়কে বিক্ষোভ ও মানববন্ধন গত শুক্রবার বাদ জুমা অনুষ্ঠিত হয়। আকবরশাহ (র.) জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো. জহুরুল আলম জসিম। সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন রতনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, যুবদল চট্টগ্রাম মহানগর সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সাবেক কাউন্সিলর ও আকবরশাহ থানা বিএনপির সভাপতি আবদুস সাত্তার সেলিম, আকবরশাহ আবাসিক মালিক কল্যাণ সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, রেলওয়ে হাউজিং সোসাইটি সমাজ কল্যাণের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রেন্টু, আওয়ামী লীগ নেতা আওরঙ্গজেব, সাহাব উদ্দিন আঙ্গুর, জাহাঙ্গীর কবির নয়ন, মো. নুর নবী প্রমুখ। মাননবন্ধনে বক্তারা বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁক্রো মুসলিম উম্মাহ’র হৃদয়ে চরম আঘাত হেনেছেন। এ জন্য ফ্রান্সকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ঈমানদার মুসলমানরা ফ্রান্সের সকল পণ্য বর্জন করে এ ধৃষ্টতার দাঁতভাঙা জবাব দিবে। প্রেস বিজ্ঞপ্তি।