চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (সিবিইউএফটি) সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমের অংশ হিসেবে গত ২৫ জুলাই একদল শিক্ষক ও ছাত্রছাত্রী সীতাকুণ্ড সরকারী মহিলা কলেজে ফ্যাশন ডিজাইনিং এন্ড টেক্সটাইল টেকনলজি বিষয়ক সেমিনারের আয়োজন করে। সেমিনারের প্রধান অতিথি ছিলেন সীতাকুু্ণ্ড সরকারী মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিদারুল আলম। মূল আলোচক ছিলেন এ্যাপারেল মার্চেন্ডাইজিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ইমন বিশ্বাস শুভ। কালার থিওরি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন সিবিইউএফটির ফ্যাশন ডিজাইনের বিভাগীয় প্রধান সাদিয়া আলম এবং ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজির বিভাগীয় প্রধান আফরোজা রহমান। উপস্থিত ছিলেন ডীন অব ফ্যাকাল্টিজ মো. মশিউর রহমান এবং কলেজের শিক্ষকবৃন্দ। প্রফেসর কাজী নাজমুল হুদার পরিকল্পনায় ও তত্ত্বাবধানে আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করেন কলেজের দুই শতাধিক শিক্ষার্থী। প্রেস বিজ্ঞপ্তি।












