ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা কর্মসূচি

| মঙ্গলবার , ৪ জানুয়ারি, ২০২২ at ১১:২৯ পূর্বাহ্ণ

‘প্রযুক্তির উৎকর্ষতায় বিকশিত হোক আগামীর বাংলাদেশ’ স্লোগানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২১ বিভিন্ন মানবসেবামূলক কর্মসূচির মাধ্যমে উদযাপন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, সম্মেলন স্মারকের মোড়ক উন্মোচন, এতিমদের মাঝে খাবার বিতরণ, শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ, প্রায় দুই শতাধিক ছাত্র ও সাধারণ মানুষের বিনামূল্যে ব্লাড গ্রুপিং। কর্মসূচিতে চট্টগ্রাম অঞ্চলের সভাপতি ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রুহুল আমিন, সেক্রেটারি নুরুল আলম, ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার ইয়াছিন আহম্মদ, ইঞ্জিনিয়ার কেএম ইসহাকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউপি চেয়ারম্যানরা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধনের কাজ করে
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন