হুট করেই এক ফেসবুক স্ট্যাটাসে আলোচনার জন্ম দেন নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। বেশ কিছুদিন ধরেই দলের বাইরে আছেন তিনি। ভারতের বিপক্ষে মেয়েদের দুর্দান্ত সিরিজের পর ফেসবুকে অবসরের ইঙ্গিত দেন রুমানা। তখন তিনি লিখেছিলেন, ‘নো মোর ক্রিকেট’। অর্থাৎ ‘আর ক্রিকেট নয়’। এমন স্ট্যাটাসের পর অনেকেই ভেবেছিলেন ক্রিকেট থেকে হয়তো অবসরই নেবেন রুমানা। এতে অসন্তোষ জানাতে রুমানাকে ডাকা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল ওই সভায় উপস্থিত ছিলেন। রুমানাকে নিজেদের অসন্তোষের কথা জানায় বিসিবি। এরপর নিজের ভুল বুঝতে পারেন রুমানা।
পরে নাদেল বলেন আমরা রুমানাকে ডেকেছিলাম। কোচ–নির্বাচকদের সঙ্গে কথা বলতে বলেছি। অনুশীলন করতে বলেছি। সে যদি ভালো করে, রিকোভারি করে তাহলে তার এখনও ফেরার সুযোগ রয়েছে। রুমানার দেওয়া স্ট্যাটাস নিয়ে জানতে চাইলে নাদেল বলেন, আসলে এটা নিয়ে ওভাবে সিরিয়াসলি কিছু বলেনি। রুমানা বলেছে আবেগী হয়ে দিয়েছে এই স্ট্যাটাস। আসলে এটা নিয়ে তাকে তেমন সিরিয়াস কিছু বলিনি। সেতো অভিজ্ঞ ক্রিকেটার। তাকেতো আমরা বাদ দেইনি। এখন হয়তো নির্বাচক বা কোচ তাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনায় তাকে হয়তো এই মুহূর্তে রাখেনি। এখনো তার সুযোগ আছে সে যদি অনুশীলনের মাধ্যমে থাকে, অন্যান্য জায়গায় থাকে, পারফর্মম্যান্স ভালো করে নিঃসন্দেহে রোমানাকে আবার ডাকা হবে। এ বছরের ফেব্রুয়ারির পর জাতীয় দলের হয়ে ম্যাচ খেলতে পারেননি রুমানা। শ্রীলঙ্কার পর ভারতের বিপক্ষেও স্কোয়াডে রাখা হয়নি দেশের হয়ে দুই ফরম্যাটে ১৩৪ ম্যাচে মাঠে নামা এ ক্রিকেটারকে। মূলত ফিটনেস ও ফর্মের কারণে বাদ পড়েছেন তিনি। হতাশা থেকেই ফেসবুকে ওরকম স্ট্যাটাস দিয়েছিলেন বলে জানা গেছে।











