ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, সন্দ্বীপে গ্রেফতার ৩ যুবক

| শুক্রবার , ৯ অক্টোবর, ২০২০ at ৮:৪৮ পূর্বাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় সন্দ্বীপে ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে। গ্রেফতার তিন যুবক হলো- শাফায়েত হোসেন আয়ান ( ১৯), মুসলিম হোসেন শরীফ (২৪) ও মিজানুর রহমান রবিন (২৫)। খবর বাংলানিউজের।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহমেদ খান বলেন, ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন দুই ব্যক্তি।

পূর্ববর্তী নিবন্ধইলিশের গাড়িতে ইয়াবা পাচার
পরবর্তী নিবন্ধচবিতে অফিসারদের পদ থেকে শিক্ষকদের প্রত্যাহার দাবি