ফেল থেকে পাস ২৭, নতুন জিপিএ-৫ পেল ৬ জন

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৪ মার্চ, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

এইচএসসি পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের পর নতুন করে ৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। আর নতুন করে পাস করেছে ২৭ জন। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে এই ২৭ শিক্ষার্থীর ফল ফেল আসে। সব মিলিয়ে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণের পর মোট ৫৯ পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। গতকাল রোববার পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশ করে চট্টগ্রাম শিক্ষাবোর্ড। প্রকাশের পর গতকাল সকাল থেকেই বোর্ডের ওয়েবসাইটে (www.bise-ctg.gov.bd) এ ফল পাওয়া যাচ্ছে।
বোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসির ফল পুনঃনিরীক্ষণে এবার ১৫ হাজার ২৩৭টি আবেদন পড়ে। প্রথম দফায় প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে ৫ হাজার ৯৭৯ শিক্ষার্থী আবেদন করে। উল্লেখ্য, ২০২১ সালের এইচএসসিতে তিনটি বিষয়ের ৬টি পত্রে পরীক্ষায় বসতে হয়েছে শিক্ষার্থীদের।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাইয়ে স্কুলের টয়লেটে নারীর লাশ, আটক ২
পরবর্তী নিবন্ধপটিয়ায় মাদ্রাসা থেকে ছাত্রের মরদেহ উদ্ধার