সয়াবিন তেলের দাম লিটারে আট টাকা করে বাড়ানোর ২০ দিনের মাথায় আবারও ১২ টাকা করে বৃদ্ধির প্রস্তাব নিয়ে সরকারের কাছে গেছেন ব্যবসায়ীরা।
এবারও বিশ্ববাজারে ঊর্ধ্বগতিকে কারণ হিসেবে দেখিয়ে স্বল্প সময়ের মধ্যে ভোজ্যতেলের দাম বাড়ানোর এমন প্রস্তাব দেওয়া হলেও রোজা সামনে রেখে তা বিবেচনার সুযোগ নেই বলছে বাণিজ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম লিটারে ১২ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাব তো তারা দিতেই পারেন। আমরা এই মুহূর্তে এটা নিয়ে ভাবছি না। খবর বিডিনিউজের।
গত ৬ ফেব্রুয়ারি তেলের দাম সমন্বয় করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন তেলের যেই দামটা বেড়েছে, সেটা দেশে আসতে অন্তত দুমাস লাগবে। প্রতি ১০/১৫ দিন পর পর তো আর দাম বাড়ানো যাবে না। ব্যবসায়ীদের পক্ষ থেকে তেলের দাম বাড়ানোর প্রস্তাব করা হলেও এখনই দাম বাড়ানো হচ্ছে না বলে ইঙ্গিত পাওয়া গেছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সচিব নুরুল ইসলাম মোল্লার কথাতেও।