আজ বাইরে নিম্নচাপ
ভেতরে উষ্ণতা
উথালপাতাল ঝড়ো হাওয়ার মতোই
জীবনের সময়গুলো চলে গেলো
বিছানা মাড়িয়ে
একবারও মনে করতে পারিনি তোমার কথা
চা দোকানের কেতলি হাতে ছুটে চলা
উদোম ছেলেটির মতোই দ্রুত লয়ে পা বাড়াচ্ছিলাম তোমার দিকে
কলাপাতার দু’পিঠের মতোই
মনে পড়ছে এখন
উদ্যামে টগবগে ছুটে চলছে
আমার পাগলা ঘোড়া
মানছেনা বিপদ সংকেত
কেবলই চোখে দৃষ্টি ফেলে বলতে ইচ্ছে করছে
আজ আকাশ বিলীন হলো কোথায়
আজকের বাতাস এতোটা
ভেজা কেনো নীরবে
তুমি আমার মনটাকে হইচই বানিয়ে
নীরবে চলে গেলে তুলসি তলায়
তখন থেকেই বড়ো বেশি ফেরারি হলো আমার মন।