ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা ওয়াক্ত, কৃষক-শ্রমিক, ছাত্র-জনতা সবাই দিলেন রক্ত। রফিক, জব্বার ও বরকত, সালাম আমার ভাইয়ের খুনে, রাষ্ট্র ভাষা বাংলা হল ত্যাগ-তিতিক্ষার গুণে। শফিউর, আউয়াল, অহিউল্লাহ ও অজ্ঞাত এক প্রাণ, বিলিয়ে দিলেন অকাতরে তাঁরা যে অম্লান। বাংলা ভাষার মান রাখিতে করলেন যাঁরা সমর, ইতিহাসের পাতায় তাঁরা আজ হয়েছেন অমর।