ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা

নুসরাত সুলতানা | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৭:৩৫ পূর্বাহ্ণ

একুশে ফেব্রুয়ারির সাথে ফাল্গুনের অবিচ্ছেদ্য সম্পর্ক। ফাগুনের আগুন ঝরা রক্তলাল পলাশ, শিমুল এরকম হাজারো ফুলের রঙে রঙিন হয়ে ওঠে আমাদের এই দেশ। ফাগুন মানেই বসন্ত। বসন্তে যেমন হাজারো ফুল ফোটে তেমনি পাখিও গান গেয়ে বেড়ায় ঝোঁপে ঝাড়ে বনে বাঁদাড়ে। দোয়েল শ্যামার কুহুতানে কোকিলের সুমধুর কন্ঠে তাল মিলিয়ে আমরাও মনের আনন্দে গেয়ে উঠি আমাদের প্রিয় গান: “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি”- যে গানের সুর হৃদয়ে ঝংকার তুলে, যে গানে বেদনার কথার সাথে লুকিয়ে আছে অনেক কিছু পাওয়ার অভিব্যক্তি। ১৯৫২ সালে শহীদ হওয়া সেই তরুণ রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরের সাথে আমরা আরও দু’জন রফিক ও সালাম কে পেলাম যারা নতুন করে বাংলা ভাষাকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন। সেই বীরদের প্রতি শত সহস্র সালাম, শ্রদ্ধা আর ভালোবাসা রেখেই বলছি, বাংলা ভাষার অনুরণন ছড়িয়ে পড়ুক মন থেকে মননে, প্রজন্ম থেকে প্রজন্মে, যুগ থেকে যুগান্তরে।

পূর্ববর্তী নিবন্ধফেব্রুয়ারির একুশ তারিখ
পরবর্তী নিবন্ধঅমর একুশের চট্টগ্রাম