ফেব্রিক্স ঘোষণায় আনা হল বিদেশি সিগারেট

২৭ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৭ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১২ পূর্বাহ্ণ

কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) এলাকার প্রতিষ্ঠান বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড কেমিক্যাল ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড চীন থেকে ফেব্রিক্স ঘোষণায় বিপুল পরিমাণ বিদেশি সিগারেট নিয়ে এসেছে। মিথ্যা ঘোষণায় সিগারেট আমদানির মাধ্যমে প্রতিষ্ঠানটি ২৭ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছে। গতকাল চট্টগ্রাম কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার কর্মকর্তারা পণ্যের কায়িক পরীক্ষায় রাজস্ব ফাঁকির বিষয়টি উদঘাটন করেন।
এআইআর শাখার কর্মকর্তারা বলছেন, খালাসকালে ২০ ফুট দীর্ঘ দুই কন্টেনার পণ্য কাভার্ডভ্যান থেকে নামিয়ে খোলার পর ৫৬৫ কার্টন সিগারেট পাওয়া যায়। প্রতিটিতে সিগারেটের দুটি ইনার কার্টন ছিল। কায়িক পরীক্ষায় বিদেশি ৩টি ব্যান্ডের মধ্যে ৪৪ লাখ শলাকা ইজি, ৩৭ লাখ শলাকা এঙএসও ও ৩২ লাখ শলাকা অরিসসহ মোট এক কোটি ১৩ লাখ শলাকা সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক আমদানি মূল্য সাড়ে ৭ কোটি টাকা।
এআইআর শাখা সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর চীনের সাংহাই বন্দর থেকে কন্টেনার দুটি চট্টগ্রাম বন্দরে আসলে পণ্য খালাসের লক্ষ্যে গত ১৩ সেপ্টেম্বর আমদানিকারকের পক্ষে সিঅ্যান্ডএফ এজেন্ট আলমগীর অ্যান্ড সন্স লিমিটেড কাস্টম হাউসে বিল অব এন্ট্রি (সি-২০৬৪৩৯) দাখিল করে। চালানটির বিষয়ে গোপন খবর থাকায় এআইআর শাখা চালানটি লক করে যাতে খালাস নিতে না পারে। গতকাল চট্টগ্রাম বন্দরের ভেতরে সি অ্যান্ডএফ এজেন্টের প্রতিনিধি, বন্দর নিরাপত্তা কর্মকর্তা ও অন্যান্য সংস্থার সদস্য ও প্রতিনিধির উপস্থিতিতে এআইআর শাখার কর্মকর্তারা চালানটির শতভাগ কায়িক পরীক্ষা করে।
এআইআর শাখার সহকারী কমিশনার মো. রেজাউল করিম জানান, চালানটিতে শর্তসাপেক্ষে আমদানিযোগ্য ও উচ্চ শুল্কের পণ্য সিগারেট আমদানি করে আনুমানিক প্রায় ২৭ কোটি টাকা সরকারি রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয়েছে। কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউস প্রশাসনের কঠোর নজরদারি এবং কর্মকর্তাদের নিষ্ঠা ও আন্তরিকতায় এ অপচেষ্টা নস্যাৎ করে দেওয়া সম্ভব হয়েছে। এ ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত চিহ্নিত করে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মো. ফখরুল আলম।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এএসআই নিহত
পরবর্তী নিবন্ধবাবার থেকে ছেলের বয়স ২ বছর বেশি!