ফেডারেশন কাপের শিরোপার জন্য লড়বে দু’দল ১৪ বছর পর মোহামেডান-আবাহনী ফাইনাল আজ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

আবাহনীমোহামেডান ম্যাচ মানে দেশের ফুটবলে অন্যরকম এক আবহ। কিন্তু গত প্রায় দেড় দশক ধরে এই আবহ তেমন একটা চোখে পড়েনি। আর পড়বেইবা কোথা থেকে। গত ১৪ বছরে যে এই দুই দল কোন টুর্নামেন্টে একসাথে ফাইনালে যেতে পারেনি। এবার অবশেষে আরকেটি আবাহনীমোহামেডান ফাইনাল হতে যাচ্ছে আজ। কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আজ এই মেগা ফাইনালটি। দেশীয় ফুটবলের ঐতিহ্যবাহি টুর্নামেন্টের ফেডারেশন কাপের জন্য লড়বে আজ এই দুদল। ঢাকার বাইরে প্রথমবারের মতো দুই দল কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে।

এই মাচটিকে ঘিরে কুমিল্লার স্টেডিয়ামটিতে এখন সাজসাজ রব। শীর্ষ লিগের ভেন্যু হিসেবে অভিষেকের পর আজ এই প্রথম কোনো ঐতিহাসিক ম্যাচ উপহার দিতে যাচ্ছে এই স্টেডিয়াম। কার আজ মঙ্গলবার বিকেলেই যে এই মাঠে দেশের দুই ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান ও আবাহনী মুখোমুখি হবে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে। ২০০৯ সালে শেষবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ফাইনালের পর দীর্ঘ ১৪ বছরে ফেডারেশন কাপ হয়েছে ১১টি। আবাহনী ৫ বার ফাইনালে উঠে পাঁচবারই চ্যাম্পিয়ন হয়েছিল। মোহামেডান একবারও ফাইনালের উঠতে পারেনি। যে কারণে ফাইনালে দুই দলের দেখাই হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রতি মৌসুমে দুইবার মোহামেডানআবাহনীর ম্যাচ দেখা যায়। তবে কোনো টুর্নামেন্টের ফাইনালের মজাই আলাদা। আর সে লড়াই যদি হয় মোহামেডানআবাহনীর, তাহলে তো কথাই নেই। সেই লড়াই অনেক দিন পর দেখতে যাচ্ছে দেশের দর্শকরা।

পূর্ববর্তী নিবন্ধনিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সফরে আসার কথা জানালেন মার্তিনেস