নিবেদন শিল্পী সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৫১ পূর্বাহ্ণ

নিবেদন শিল্পী সংসদের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও প্রয়াত বৌদ্ধ উমেশচন্দ্র মুৎসুদ্দী সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান গত ২৬ মে নন্দনকানন ফুলকি এ কে খান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক ফজল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। প্রধান আলোচক ছিলেন পিএইচপি ফ্যামিলির নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন সঞ্চয়ন বড়ুয়া। উদ্বোধকের বক্তব্য রাখেন মহামুনি তরুণ সংঘের সভাপতি প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য দেন, সাংবাদিক অধীর বড়ুয়া ও প্রাক্তন প্রধান শিক্ষক নীহারেন্দু বড়ুয়া। বাচিক শিল্পী শ্রাবন্তী বড়ুয়া নিপা ও ঐশী মজুমদারের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, প্রতিষ্ঠাতা সভাপতি রূপম মুৎসুদ্দী টিটু।

অনিষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সৃজন নাথ ভুট্টু, ঐশিকা মল্লিক ফান্টুস, পূজা রায় নিগ্রো, স্নেহা হাওলাদার, জানকি বড়ুয়া, আদ্রিতা বড়ুয়া, অনন্যা বড়ুয়া বাতাসী, রীমা দত্ত, ত্রিপর্ণা দাশ কৃষ্টি, নবনীতা বড়ুয়া, সুমনা বড়ুয়া মহারানী, দীঘি বড়ুয়া, ঐশী মজুমদার, অবন্তিকা দাশ, প্রাচী মুৎসুদ্দী, সায়ন্তী বড়ুয়া, রমনী মোহন বড়ুয়া, সুজয়া চাকমা। প্রাক্তন ছাত্রীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন বেতার ও টেলিভিশন শিল্পী রিতু দত্ত, রূপী চৌধুরী, পূজা বড়ুয়া, বৈশাখী বড়ুয়া ও শতাব্দী বড়ুয়া। নৃত্য পরিবেশন করেন অবন্তিকা, কৃষ্টি ও সুজয়া চাকমা। একক আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী শ্রাবন্তী বড়ুয়া নীপা। শেষে শিক্ষা, সমাজ ও মানবিক উন্নয়নে শিক্ষক বিষু কুমার বড়ুয়াকে উমেশচন্দ্র মুৎসুদ্দী সম্মাননা প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকিলি পলের কণ্ঠে ভাঙা বাংলায় ‘সাদা সাদা কালা কালা’
পরবর্তী নিবন্ধফেডারেশন কাপের শিরোপার জন্য লড়বে দু’দল ১৪ বছর পর মোহামেডান-আবাহনী ফাইনাল আজ