ফুলেল ভালোবাসায় শিক্ষার্থীদের বরণ করলেন সুজন

ভয়কে জয় করে স্কুলে স্কুলে উৎসব

| সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

করোনাভাইরাস সৃষ্ট মহামারীর ভয়কে জয় করে শিক্ষাঙ্গণে ফিরেছে শিক্ষার্থীরা। আর শিক্ষার্থীদের মাস্ক, চকলেট এবং ফুলেল ভালোবাসায় বরণ করলেন চসিক সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। গতকাল রবিবার সকাল থেকে নগরীর দক্ষিণ হালিশহর বালিকা উচ্চ বিদ্যালয়, কাটাখালী উচ্চ বিদ্যালয়, বন্দর বালিকা বিদ্যালয়, দারুল উলুম আলিয়া মাদ্রাসা, আইডিয়াল স্কুল, কলেজিয়েট স্কুল, হযরত মঈনউদ্দিন (রাঃ) দাখিল মাদ্রাসা, ভিক্টোরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্টানে শিক্ষার্থীদের বরণ করে নেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, আব্দুর রহমান মিয়া, কাউন্সিলর আতাউল্লাহ চৌধুরী, রুহুল আমিন তপন, হাজী মো. হোসেন, নুরুল কবির, জাহেদ আহমদ চৌধুরী, মো. শাহজাহান, সমীর মহাজন লিটন, মো. বাবলু, শেখ জাহেদুল ইসলাম, মাহাদী হাসান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে উদ্যোক্তা বিষয়ক ওয়েবিনার
পরবর্তী নিবন্ধমানুষের সেবা নিশ্চিত করতে সাজানো হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র