মানুষের সেবা নিশ্চিত করতে সাজানো হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র

রাউজানে ফজলে করিম

রাউজান প্রতিনিধি | সোমবার , ১৩ সেপ্টেম্বর, ২০২১ at ৬:২১ পূর্বাহ্ণ

রাউজান উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি)’র আওতায় পাওয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। গত ৮ সেপ্টেম্বর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠান থেকে তিনি এসব সরঞ্জাম প্রদান করেন। এর মধ্যে রয়েছে ডেন্টাল এক্সরে মেশিন ১টি, আল্ট্রাসনোগ্রাফি মেশিন ১টি, সাকার মেশিন ২টি, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের জন্য ডেলিভারী টেবিল ১টি, সাকার মেশিন ১টি, ডপলার মেশিন ৩টি, ডিজিটাল থার্মোমিটার ৭টি, ডিজিটাল ওয়েট মেশিন ৯ টি কিটসহ ডায়বেটিস মাপার মেশিন ৭টি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী বলেন- রাউজানের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য কেন্দ্রকে সাজানো হচ্ছে। অনুষ্ঠানে তিনি প্রতিবন্ধীদের মাঝে ৫০টি হুইল চেয়ার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৯০ জোড়া বেঞ্চ ও আইসিটি সামগ্রী ( ল্যাপটপ ৯টি, প্রজেক্টর ৯টি ও স্ক্রিন ৯টি) বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। এতে উপস্থিত ছিলেন প্রশাসনের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধফুলেল ভালোবাসায় শিক্ষার্থীদের বরণ করলেন সুজন
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় আরও ৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৪