ফুলের মৌ

শিমন রহমান (৩১,৮৮২) | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:৩৪ অপরাহ্ণ

নানান রঙের নানান ফুলে
ছেয়ে গেছে বাগ,
গুনগুনাগুন গান গেয়ে যে
আসে মৌ এর ঝাঁক।

মনের সুখে ফুলের মধু
খায় যে ভরে পেট,
গোলা ঘরে তুলে রাখে
দিয়ে বাড়ির গেট।

বাবু সোনা মধু খাবে
মনে তাদের আশ,
তাই তো তারা বেজায় খাটে
মাসের পরে মাস।

পূর্ববর্তী নিবন্ধরোদ বৃষ্টির গল্প
পরবর্তী নিবন্ধবাঙালির ঐক্য