ফুলকিতে আনন্দময় পাঠ উৎসব শুরু

| শনিবার , ৪ মার্চ, ২০২৩ at ৯:৩৯ পূর্বাহ্ণ

বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে নিবিড় পরিচয়ের লক্ষ্যে ফুলকি পরিচালিত সুকুমার পাঠাগার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করেছে ‘আনন্দময় পাঠ উৎসব২০২৩’। উদ্বোধনী দিন গতকাল শুক্রবার বর্ণমালা ও শব্দের উচ্চারণ এবং কথোপকথন ও ভাষার নাটকীয়তা বিষয়ে প্রশিক্ষণের মধ্য

 

দিয়ে পাঁচ দিনের এ আয়োজন শুরু হয়। ১০টি পাঠের এ কর্মশালায় কীর্তিমান লেখক ও সাহিত্যিকদের সঙ্গে আনন্দময় সময় কাটাবে ফুলকিসহ নগরীর বিভিন্ন বিদ্যালয়ের ৩য় থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা। প্রথম দিন প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তি ও বাচিক শিল্পী রাশেদ হাসান এবং অভিনয় শিল্পী মুবিদুর রহমান সুজাত।

কর্মশালা চলবে ৪, ১০, ১১ ও ১৮ মার্চ ২০২৩ এ দিনগুলোতে। এ আয়োজনে ছন্দেআনন্দে, ভাষার গান, গল্পে গল্পে মহানন্দে, নানা স্বাদের কবিতা, ভাষার চলচ্চিত্র এবং চলচ্চিত্রের ভাষা, বানান ও ব্যাকরণ নিয়ে জরুরি কথা, সেরা কটি বই, চিত্রকলায় ভাষা ও দেশ বিষয়ে প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত থাকবেন আবুল মোমেন, ফেরদৌস আরা আলীম, শীলা মোমেন, সঞ্জীব বড়ুয়া, ওমর কায়সার, আয়েশা হক শিমু, মাহমুদ আলম সৈকত ও আরিফুজ্জামান চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পরবর্তী নিবন্ধছৈয়দুর খীল তালিমুল কোরআন একাডেমিতে পুরস্কার বিতরণ