বিশ্ব ফুটবলে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ করল ফিফা। গত সোমবার ফিফা এক বিবৃতিতে জানায়, ফেডারেশনে ‘তৃতীয় পক্ষের অন্যায্য হস্তক্ষেপের’ কারণে নিষেধাজ্ঞার এই সিদ্ধান্ত নিয়েছে তারা। নিষেধাজ্ঞার কারণে ফিফার কোনো ধরনের টুর্নামেন্টে খেলা ও ফুটবল কার্যক্রমে অংশ নিতে পারবে না ভারত। আগামী ১১ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ভারতে অনুষ্ঠেয় মেয়েদের অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপও চরম অনিশ্চয়তায় পড়ে গেল। এই আসর নিয়ে পরবর্তী পদক্ষেপ চিন্তা-ভাবনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ফিফা। প্রফুল প্যাটেলের নেতৃত্বাধীন কমিটির মেয়াদ শেষ হওয়ার পর এআইএফএফের সবশেষ নির্বাচন হওয়ার কথা ছিল ২০২০ সালের ডিসেম্বরে। কিন্তু গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত একটি জটিলতায় অচলবস্থার তৈরি হয়। সেই সংশোধনী মূলত প্যাটেলেরই চাওয়া ছিল বলে সংবাদমাধ্যমে খবর আসে নানা সময়ে। নির্বাচন না হওয়ায় প্যাটেলই দায়িত্বে রয়ে যান।
গত মে মাসে ভারতের সর্বোচ্চ আদালত এআইএফএফের সেই কমিটি ভেঙে দিয়ে তিন সদস্যের একটি কমিটি গড়ে দেন। ফেডারেশন পরিচালনা, গঠনতন্ত্র সংশোধন ও দেড় বছর ধরে ঝুলে থাকা নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয় ওই কমিটিকে। এরপর এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সাধারণ সম্পাদক উইন্ডসর জনের নেতৃত্বে একটি দলকে ভারতে পাঠায় ফিফা ও এএফসি।