দুবাইয়ের ‘গোল্ডেন ভিসা’ পেলেন তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৭ আগস্ট, ২০২২ at ৬:৪২ পূর্বাহ্ণ

দুবাই সরকারের গোল্ডেন ভিসা পেলেন বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় তামিম নিজেই নিশ্চিত করেছেন এই খবর। গত ১২ আগস্ট জিম্বাবুয়ে সফর শেষ করে দেশে ফেরে জাতীয় দল। তবে দলের সঙ্গে আসেননি তামিম। ব্যক্তিগত কাজে তিনি সরাসরি চলে যান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে স্থানীয় এক শিল্পপতির মাধ্যমে দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন দেশসেরা ওপেনার। সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের সামাজিক এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গোল্ডেন ভিসা প্রদান করে থাকে। এই ভিসা থাকলে নির্বিঘ্নে আমিরাতে ভ্রমণ করা যায়। তামিমই প্রথম নয়। এর আগে বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও সংযুক্ত আরব আমিরাতের দশ বছর মেয়াদী গোল্ডেন ভিসা পেয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধফুটবলে ভারতকে নিষিদ্ধ করল ফিফা
পরবর্তী নিবন্ধইনজুরি মুক্তির লড়াই শুরু লিটনের