ফুটপাত ও রাস্তা দখল, ১৩ ব্যবসায়ীকে ৪৪ হাজার টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৬ মে, ২০২২ at ৯:০৬ অপরাহ্ণ

ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধে নগরের পাহাড়তলী ও শাহ আমানত সংযোগ সড়ক এলাকার ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

অভিযানে পাহাড়তলী থানা এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে পুরাতন লোহা ও মেশিনারি সামগ্রী রেখে ব্যবসা পরিচালনা করে জনসাধারণে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ছয় প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বাকলিয়া থানার শাহ্ আমানত সেতু সংযোগ সড়কের রাস্তা ও ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী এবং দোকানের মালামাল রেখে প্রতিবন্ধকতা সৃৃষ্টির দায়ে সাত ব্যক্তিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকন্সটেবলের কব্জি বিচ্ছিন্ন করার মূল হোতা, মা-স্ত্রীর বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধবাঁশখালী থেকে ট্রাক ছিনতাই ও হেলপার হত্যার ঘটনায় আসামি গ্রেপ্তার