ফুটপাতে নির্মাণ সামগ্রী, ৯ ব্যবসায়ীকে জরিমানা

আজাদী অনলাইন | বুধবার , ১২ জানুয়ারি, ২০২২ at ৮:৪৩ অপরাহ্ণ

নগরে রাস্তা ও ফুটপাতের উপর নির্মাণ সামগ্রী রেখে পথচারীর চলাচল বিঘ্ন ঘটানো এবং পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করায় নয়জনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কর্নেল হাট এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।

ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর আজাদীকে বলেন, পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কর্নেল হাটে বিভিন্ন দোকান মালিক পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করছিল। এছাড়া ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টি করছিল কয়েকজন ব্যবসায়ী। তাদের জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাসে শনিবার থেকে অর্ধেক যাত্রী তবে ভাড়া বাড়ছে না
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে আহত ১