ফুটপাতের ওপর মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি

২৮ প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৭ নভেম্বর, ২০২০ at ৯:৫৮ পূর্বাহ্ণ

রাস্তা ও ফুটপাতের ওপর মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টি করার দায়ে ২৮ প্রতিষ্ঠানকে ৮১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে গতকাল সোমবার সকালে নগরের জুবিলী রোড (তিন পুলের মাথা) পুরাতন স্টেশন রোড, নিউমার্কেট থেকে অমর চাঁদ রোড, কালী বাড়ি মোড় পর্যন্ত এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) জাহানারা ফেরদৌস। এ সময় চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধঅল উইমেন ইউনিটে যেভাবে অভিযোগ জানাবে নারীরা
পরবর্তী নিবন্ধসিএন্ডএফ মালিকসহ গ্রেপ্তার ৩