ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের উদ্যোগে ঈদ পুনর্মিলনি সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর আগ্রাবাদস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফুটন্ত ফুল কেন্দ্রীয় পর্ষদের সচিব মুহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আজহারী।
ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের সভাপতি মুহাম্মাদ জেসান উল্লাহ পিয়ালের সভাপতিত্বে ও সহসভাপতি মুহাম্মদ বোরহান উদ্দিন শাদমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনি অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পর্ষদের পরিচালক এম জয়নাল আবেদীন, বিশেষ বক্তা ছিলেন ফুটন্ত ফুল ডবলমুরিং জোনের পরিচালক মুহাম্মদ মাসউদুর রহমান। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠক মুহাম্মদ ইসতাকুর আনোয়ার রাহিব, মুহাম্মদ রবিউল হোসাইন মিয়াজী, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ শাহরিয়ার হোসেন, এরফান উদ্দিন রাফি, ইফতেখারুজ্জামান তন্ময়, শাহরিয়ার ইমন, মারুফুর রহমান, মুহাম্মদ সাকিব, মুহাম্মদ রকিব, মুহাম্মদ জুনায়েদ, মুহাম্মদ নাইম, মুহাম্মদ রবিন, মুহাম্মদ ইহান, মুহাম্মদ আরিফ, মুহাম্মদ ইফাজ প্রমুখ।
সভায় ফুটন্ত ফুল কেন্দ্রীয় পর্ষদের সচিব মুহাম্মদ রেজাউল মোস্তফা তানভীর আজহারী বলেন, প্রকৃতপক্ষে জাতির একটি উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে শিশু–কিশোরদের প্রতিভার বিকাশ অতীব গুরুত্ববহ। অনস্বীকার্য বাস্তবতা হলো শিশু–কিশোরদের হৃদয়ের গভীরে লুকিয়ে রয়েছে অমিত সম্ভাবনা ও বিপুল সৃজনী প্রতিভা। এসব প্রতিভার যথাযথ প্রয়োগই পারে দেশকে অনন্য উচ্চতায় পৌঁছে দিতে। প্রেস বিজ্ঞপ্তি।