কুতুবদিয়া চ্যানেলে ফিশিং ট্রলারের ধাক্কায় ডুবে গেছে নোঙর করা লবণ বোঝাই একটি কার্গোবোট। গতকাল বুধবার সকাল ৭টার দিকে কুতুবদিয়ার লেমশীখালী দরবার জেটি ঘাটের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল ৭টার দিকে দরবার ঘাটের উত্তর পাশে লবণ বোঝাই নোঙর করা কার্গোবোটকে পেছন দিকে থেকে চলে আসা এফবি জেনি আক্তার নামের একটি ফিশিংবোট সজোরো ধাক্কা দেয়। এ সময় কার্গোবোটে থাকা চার মাঝিমাল্লা সাগরে লাফিয়ে পড়ে সাঁতরিয়ে কূলে ওঠে।
কার্গোটি ধীরে ধীরে তলিয়ে যায়। কার্গোবোটের মালিক লেমশীখালী ইউপির সাবেক মেম্বার নেজামুল হক জানান, বুধবার সকালে তার মালিকানাধীন এমবি নজরুল নামের কার্গো বোট নারায়ণগঞ্জ যাবার অপেক্ষায় সাড়ে ৪ হাজার মণ লবণ বোঝাই করে নোঙর করা ছিল।
এর মধ্যে বাঁশখালীর মোক্তার কোম্পানির ফিশিং বোট এফবি জেনি আক্তার পেছন থেকে ধাক্কা দিলে কার্গোটি ডুবে যায়। এতে আমার প্রায় ৩৫ লাখ টাকার লবণ পানিতে তলিয়ে যায়। কার্গোটি তুলে দিতে ফিশিং বোটের মালিক মোক্তার কোম্পানি এসেছেন বলেও জানান তিনি।