নগরীর পুনাক মোড়ে (গরীব উল্লাহ শাহ মাজার মোড়) ফিল্মি কায়দায় মাইক্রোসহ এক ছিনতাইকারীকে আটক করেন দায়িত্বরত ট্রাফিক সদস্য। গতকাল সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সার্জেন্ট মো. ইমরানুজ্জামান নামের ওই ট্রাফিক সদস্য ওয়ারলেসে ম্যাসেজ শুনে রাস্তার মধ্যখানে চলন্ত গাড়ি থামিয়ে ব্যারিকেড দিয়ে ছিনতাইকারীর মাইক্রোটি আটক করতে সমর্থ হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোতে থাকা ছিনতাইকারীরা পালিয়ে গেলেও চালক মো. ইসমাইলকে (২৫) আটক করা হয়। আটক মাইক্রোচালক ইসমাইল ঢাকার লালবাগের বাসিন্দা। সে নগরের ডবলমুরিং থানাধীন সিডিএ ২৬ নম্বর এলাকায় বসবাস করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। অন্যদিকে ওই মাইক্রো থেকে পালিয়ে যাওয়ার সময় সাড়ে ১২টার দিকে জামালখান মোড় থেকে আরেক ছিনতাইকারী মো. বিজয়কে (১৯) গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
এ ব্যাপারে সার্জেন্ট মো. ইমরানুজ্জামান দৈনিক আজাদীকে বলেন, সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে ঘটনা। জিইসি মোড়ে মাইক্রো করে একদল ছিনতাইকারী ছোঁ মেরে এক নারীর গলার চেইন ছিনতাই করে ওয়াসা মোড়ের দিকে পালিয়ে যাচ্ছিল। এসময় এক পথচারী দৃশ্যটি দেখে সাথে সাথে জিইসি মোড়ের দায়িত্বরত এক সার্জেন্টকে জানান। ওই সার্জেন্ট ওয়ারলেসে ওয়াসা মোড়ের দায়িত্বরত সার্জেন্টকে ম্যাসেজ দেন ৮২৬৫ নম্বরের মাইক্রোটি আটক করার জন্য।’ সার্জেন্ট ইমরানুজ্জামান বলেন, ‘ওয়ারলেসে ম্যাসেজ শুনে আমি পুনাক মোড়ে (গরীব উল্লাহ শাহ মাজার মোড়) ছিনতাইকারীদের মাইক্রোটি আটকের জন্য এগিয়ে যাই। প্রথমে রাস্তায় দাঁড়িয়ে চলমান কয়েকটি গাড়ি থামিয়ে ব্যারিকেড তৈরি করি। এ সময় কিছু দূর থেকে দেখা যাচ্ছে, একটি মাইক্রো জিইসি মোড়ের দিক থেকে এলোমেলোভাবে এগিয়ে আসছে। তবে রাস্তায় গাড়ির সংখ্যা বেশি থাকায় ছিনতাইকারীদের মাইক্রোটি দ্রুত আসতে পারছিল না। এলোপাথাড়িভাবে এগিয়ে আসার সময় সামনের তিন চারটি গাড়িকে ধাক্কা দেয় মাইক্রোটি।’
এ ট্রাফিক কর্মকর্তা বলেন, ‘ছিনতাইকারীদের ৮২৬৫ নম্বরের মাইক্রোটি পুনাক মোড়ের দিকে ব্যারিকেড থেকে সামনে এগিয়ে এসে আটকা পড়ে। এসময় সামনে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি থেকে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ সময় মাইক্রোচালককে আটক করা হয়। পরে চকবাজার থানা পুলিশের কাছে মাইক্রোসহ আটক ছিনতাইকারীকে সোপর্দ করা হয়।’
এ ব্যাপারে চকবাজার থানার ওসি মো. ফেরদৌস জাহান দৈনিক আজাদীকে বলেন, ‘আমরা প্রথমে মাইক্রোসহ এক ছিনতাইকারীকে আটক করি। ঘটনাস্থলটি কোতোয়ালী থানাধীন হওয়ায় পরে আটক গাড়িসহ ছিনতাইকারীকে কোতোয়ালীতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন দৈনিক আজাদীকে বলেন, পুনাক মোড় থেকে ছিনতাইকারী আটকের ওই ঘটনায় জড়িত মো. বিজয় নামে আরেক ছিনতাইকারীকে জামাল খান মোড় থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হচ্ছে।