ফিল্মফেয়ারে বাংলাদেশের তিন তারকার বাজিমাত

| রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৫৩ পূর্বাহ্ণ

ভারতে বলিউডের পাশাপাশি টালিগঞ্জেরও অন্যতম জনপ্রিয় পুরস্কার ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’ এ বাজিমাত করেছেন বাংলাদেশের তিন অভিনয় শিল্পী। এবারে পুরস্কার জিতেছেন অভিনেত্রী জয়া আহসান, তাসনিয়া ফারিণ এবং অভিনেতা সোহেল মণ্ডল। কলকাতা শহরের আইটিসি রয়েল বেঙ্গল হোটেলে বসে এবারের ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২৪’ এর আসর। শুক্রবারের ওই আসরে ঘোষণা করা হয় ২০২৩ সালে টালিউডে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বিজয়ীদের নাম। খবর বিডিনিউজের।

টালিউড সিনেমা ‘অর্ধাঙ্গিনী’তে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ঢাকাকলকাতার ব্যস্ত অভিনেত্রী জয়া আহসান। ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ফারিণ এবং ‘মায়ার জঞ্জাল’ সিনেমার জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন সোহেল মণ্ডল।

ক্যারিয়ারে জয়া চতুর্থবার পুরস্কার জিতলেও ফারিণ ও সোহেল পেলেন প্রথমবার। মঞ্চে জয়ার হাতে পুরস্কার তুলে দেন টালিউড অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ চক্রবর্তী। পুরস্কার হাতে নিয়ে উচ্ছ্বসিত জয়া বলেন, চতুর্থবারের মতো পুরস্কার পেয়ে আমি ভীষণ আনন্দিত। এর আগে সমালোচক ও জনপ্রিয় শাখায় পেয়েছি। কিন্তু এই শাখায় এটিই আমার প্রথম।

বাংলাদেশের আরেক অভিনেত্রী তাসনিয়া ফারিণও পেয়েছেন সম্মাননা। ‘আরও এক পৃথিবী’ সিনেমার জন্য সেরা নবাগতা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। তাসনিয়া ফারিণ বলেন, কলকাতায় এটা শুধু আমার প্রথম ছবিই নয়, ক্যারিয়ারের প্রথম ছবি আমার। বাংলাদেশর আরেক তরুণ অভিনেতা সোহেল মণ্ডল পেয়েছেন ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস’। ইন্দ্রনীল রায় পরিচালিত যৌথ প্রযোজনার ‘মায়ার জঞ্জাল’ সিনেমায় সেরা নবাগত অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি।

পূর্ববর্তী নিবন্ধউজ্জ্বল-ঝুমুরের প্রেমের কাঁটা সন্ত্রাসী শফিক!
পরবর্তী নিবন্ধকে এই ‘জংলি’ অভিনেতা!