ফিরোজ শাহ কলোনি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন ফিরোজ শাহ কলোনি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে একজন আহত হয়েছে। আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বিস্তারিত জানাতে পারেন নি।

ওসি আজাদীকে বলেন, কয়েকদিন আগে ফিরোজ শাহ কলোনি ২নং ঝিল এলাকায় সমাজ কমিটি গঠিত হয়েছিল। শুনেছি এ বিষয়টি নিয়ে রাত সাড়ে এগারটার দিকে দুই গ্রুপে মারামারি হয়েছে। পুলিশ পাঠিয়েছিলাম। আহত সম্পর্কে কিছু জানতে পারিনি।

কাউন্সিলর গ্রুপের হাতে আহত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মারামারি হয়েছে সমাজ কমিটি নিয়ে এলাকাবাসীর মধ্যে। এখানে কাউন্সিলরের পক্ষ বিপক্ষ কারা তা বলা যাবে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।

পূর্ববর্তী নিবন্ধমায়ের সাথে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধযুবদল সময়ের সেরা সুশৃঙ্খল সংগঠনে পরিণত হয়েছে