মায়ের সাথে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২৮ অক্টোবর, ২০২২ at ৬:৩১ পূর্বাহ্ণ

বাঁশখালীর চাম্বলে বেড়াতে এসে পুকুরে ডুবে মো. আব্দুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ইউনিয়নের পশ্চিম চাম্বল ১ নং ওয়ার্ডের ছিবাখাল খোদার পাড়ে এ দুর্ঘটনা ঘটে। শিশু আব্দুল্লাহ উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মাইজ পাড়া এলাকার মো. হারুনের ছেলে।

শীলকূপ ইউনিয়ন পরিষদের সদস্য রাশেদ নুরী ও শিশুর পরিবার সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে পশ্চিম চাম্বলের নিম্নাঞ্চল ডুবে গেছে। তা দেখার জন্য ওই শিশুসহ তার মা খালার বাড়িতে বেড়াতে যায়। সেখানে সবার অজান্তে বাড়ির পুকুর পড়ে যায় শিশু আব্দুল্লাহ। পরে শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিকটস্থ বেসরকারি হাসপাতাল স্কয়ার ক্লিনিকে নিয়ে যায়। এরপর সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধুর কবরে ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধফিরোজ শাহ কলোনি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে আহত ১